নারায়ণগঞ্জ ভ্রমণ গাইড
নারায়ণগঞ্জ সোনালী আঁঁশ পাটের জন্য প্রাচ্যের ড্যান্ডি নামে পরিচিত। শীতলক্ষ্যা নদীর পাড়ে অবস্থিত নারায়ণগঞ্জ নদীবন্দর একটি বিখ্যাত নদীবন্দর। ৬৮৩.১৪ বর্গকিলোমিটার আয়তনের এ জেলাটি ঢাকা বিভাগের সবচেয়ে ছোট জেলা। রাজধানী ঢাকার সাথে এ জেলার সীমানা রয়েছে। অত্যন্ত প্রাচীন এবং প্রসিদ্ধ সোনারগাঁও এ জেলার অন্তর্গত।
এক নজরে নারায়ণগঞ্জ জেলার দর্শনীয় স্থান সমূহ
নারায়ণগঞ্জ সদর উপজেলার দর্শনীয় স্থান
- বিবি মরিয়ম মাজার
- খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম
- শেখ রাসেল নগর পার্ক
- আশরাফিয়া জামে মসজিদ
- মেরি এন্ডারসন
- হাজীগঞ্জদুর্গ
- আদমজী ইপিজেড
- নম পার্ক
- অ্যাডভেঞ্চার ল্যান্ড
বন্দর উপজেলার দর্শনীয় স্থান
- সোনাকান্দা কেল্লা বা সোনাকান্দা দুর্গ
- ত্রিবেণী খাল
- ত্রিবেণী মুঘল সেতু
- সোনাকান্দা হাট
- বাবা সালেহ মসজিদ বা, “বন্দর শাহী মসজিদ”
- হাজী বাবা সালেহ মসজিদ
- বাবা সালেহ সমাধি / হাজী সালেহ বাবার মাজার শরীফ, সালেহনগর
- বন্দর শাহী মসজিদ, বন্দর
- শাহী মসজিদ পুকুর বা, “গায়েবানা পুকুর”
- খাদেম হজরত মোজাফ্ফর হোসেইন চিশতী (রহ.) সমাধি
- ব্রিটিশ ঔপনিবেশিক কুঠি-বাড়ি
- শীতলক্ষ্যা নদী
- কত্রাভু লবণ গোলার অবশিষ্ট্যাংশ
- কাঠ গোলাপ স্থান
- কদম রসূল দরগাহ
- কদম রসূল দরগাহ মসজিদ বা, দরগাহ বাড়ি মসজিদ
- হজরত সৈয়্যদ বোরহান উদ্দীন (রহ) সমাধি
- খাদেম হাজী নূর মোহাম্মদ ও তার সহধর্মিনীর সমাধি
- মুঘল সেনাপতি মীর্যা নাথান ও তার পিতার সমাধি
- বড়বাড়ি মসজিদ
- ঈদগাহ
- সরদার বাড়ি
- চৌধুরী বাড়ি
- চেয়ারম্যান বাড়ি
- কাজী বাড়ি, কাজী বাড়ি দীঘি ও ঘাট
- ক্বিয়ামুদ্দি শাহ (রহ) সমাধি ও দরবার শরীফ
- শাইরা গার্ডেন হোটেল এন্ড রিসোর্টস – মদনপুর দক্ষিণ
- লাঙ্গল-বন্দ তীর্থস্থান
- সিরাজ শাহ এর আস্তানা
আড়াইহাজার উপজেলার দর্শনীয় স্থান
- বালিয়াপাড়া জমিদার বাড়ি
- গোপালদী জমিদার বাড়ি (সদাসদী জমিদার বাড়ি)
- সাতগ্রাম জমিদার বাড়ি
- বিশনন্দী ফেরিঘাট ও মেঘনা নদী
রূপগঞ্জ উপজেলার দর্শনীয় স্থান
- রাসেল পার্ক রূপগঞ্জ
- জিন্দা পার্ক
- মুড়াপাড়া রাজবাড়ি
- চারিতালুক, পাল বাড়ী
- সুবর্ণগ্রাম
- পন্ড গার্ডেন কুদ্দুস পার্ক
- লা-রিভারিয়া রিসোর্ট
- শীতলক্ষ্যা ওয়াটারফ্রন্ট রিসোর্ট
সোনারগাঁও উপজেলার দর্শনীয় স্থান
- ঈসা খাঁ জমিদার বাড়ি
- পানাম নগরী
- কদম রসুল মসজিদ
- গিয়াস উদ্দিন আযম শাহ্ এর মাজার
- পাঁচ পীরের মাজার
- বাংলাদেশ লোক ও কারু শিল্প যাদুঘর, সোনারগাঁ
- বাংলার তাজমহল
- বাংলার বড় বাবু জ্যোতি বসুর স্মৃতি বিজরিত পৈত্রিক নিবাস, বারদী।
- লালপুরি শাহ্ এর দরবার শরিফ, নুনেরটেক।
- শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম