Site icon Tourism Gurukul [ পর্যটন গুরুকুল ] GOLN

চট্টগ্রাম জেলার দর্শনীয় স্থান

চট্টগ্রাম জেলার দর্শনীয় স্থান

পাহাড়, সমুদ্র, উপত্যকা, বন-বনানীর কারণে চট্টগ্রামের মতো ভৌগোলিক বৈচিত্র জেলা বাংলাদেশে আর নেই। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য চট্টগ্রাম জেলাকে প্রাচ্যের রাণী হিসেবে ডাকা হয়।

উন্নত যোগাযোগ ব্যবস্থা ও বৈচিত্রময় ভৌগোলিক কারনে চট্টগ্রাম জেলায় দেশী-বিদেশী পর্যটকদের আনাগোনা থাকে সবচেয়ে বেশি।

চট্টগ্রাম জেলার ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য হলো: পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়’স লেক, ডিসি হিল, বাটালি হিল, বায়েজিদ বোস্তামীর মাজার, আগুনিয়া চা-বাগান, চট্টগ্রাম চিড়িয়াখানা, সন্দ্বীপ সমুদ্র সৈকত, আন্দরকিল্লা জামে মসজিদ, কমনওয়েলথ ওয়ার সেমেট্রি চট্টগ্রাম, কালুরঘাট, খানখানাবাদ সমুদ্র সৈকত, খিরাম সংরক্ষিত বনাঞ্চল, চন্দ্রনাথ পাহাড়, চন্দ্রনাথ মন্দির, চেরাগী পাহাড়, চাঁদপুর-বেলগাঁও চা বাগান, জাতিতাত্ত্বিক জাদুঘর, পারকি সমুদ্র সৈকত, বাংলাদেশ নেভাল একাডেমি, বোটানিক্যাল গার্ডেন ও ইকো-পার্ক, বাঁশখালী ইকোপার্ক, বাঁশখালী চা বাগান, ভাটিয়ারী লেক, ভাটিয়ারি গল্ফ ক্লাব, ভূজপুর সংরক্ষিত বনাঞ্চল, মহামুনি বৌদ্ধ বিহার, খৈইয়াছরা ঝরনা, বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত, গুলিয়াখালী সমুদ্র সৈকত, মহামায়া সেচ প্রকল্প, মুহুরিগঞ্জ সেচ প্রকল্প, লালদিঘি ও লোহাগাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য ইত্যাদি।

Table of Contents

Toggle

চট্টগ্রাম জেলার দর্শনীয় স্থান সমূহ এবং ভ্রমণ গাইড

গুপ্ত এস্টেট জমিদার বাড়ি এবং ঠাকুর দিঘি

অবস্থান

পদুয়া বাজারের উত্তর পাশে

কিভাবে যাওয়া যায়

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট থেকে প্রায় ৪ কিলোমিটার দক্ষিণে সড়ক সংলগ্ন পশ্চিম পাশে।
যাতায়াতের মাধ্যম: ব্যক্তিগত গাড়ি, ট্যাক্সি, অটোরিকশা, বাস।

 

চট্টগ্রাম কমনওয়েলথ ওয়ার সিমেট্রি

কমনওয়েলথ ওয়ার সিমেট্রি চট্টগ্রাম কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের একটি সৌধ যেটি সাধারণভাবে চট্টগ্রাম ওয়ার সিমেট্রি নামে পরিচিত।

অবস্থান

কমনওয়েলথ ওয়ার সিমেট্রি চট্টগ্রামের দামপাড়া এলাকায়, ১৯ নং বাদশা মিয়া সড়কে অবস্থিত। এটি চট্টগ্রাম বিমানবন্দর থেকে ২২ কিলোমিটার উত্তরে এবং চট্টগ্রাম বন্দর থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত।

কিভাবে যাওয়া যায়

চট্টগ্রাম শহরের যে কোন স্থান থেকে যাওয়ার জন্য বাস বা অটোরিক্সা ব্যবহার করা যেতে পারে।

 

চট্টগ্রাম কোর্ট বিল্ডিং

অবস্থান

লালদীঘি এলাকায় পরীর পাহাড়ে আছে ঐতিহাসিক কোর্ট বিল্ডিং। আঁকা বাঁকা পাহাড়ি পথ ভেঙ্গে উপরে উঠলেই দেখতে পাবেন প্রাচীন এই ভবনটি। এই ভবনটিতে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকের কার্যালয় অবস্থিত।

কিভাবে যাওয়া যায়

চট্টগ্রাম শহরের যে কোন স্থান থেকে যাওয়ার জন্য বাস বা অটোরিক্সা ব্যবহার করা যেতে পারে।

 

চট্টগ্রাম চিড়িয়াখানা

অবস্থান

ফয়ে’স লেকের বিপরীত পাশে অবস্থিত।

কিভাবে যাওয়া যায়

চট্টগ্রাম শহরের যে কোন স্থান থেকে যাওয়ার জন্য বাস বা অটোরিক্সা ব্যবহার করা যেতে পারে।

 

চট্টগ্রাম বন্দর

অবস্থান

চট্টগ্রাম বন্দর বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম শহরে অবস্থিত বাংলাদেশের প্রধান সামুদ্রিক বন্দর। এটি কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত।

কিভাবে যাওয়া যায়

চট্টগ্রাম শহরের যে কোন স্থান থেকে যাওয়ার জন্য বাস বা অটোরিক্সা ব্যবহার করা যেতে পারে।

 

জাতিতাত্ত্বিক জাদুঘর

অবস্থান

বাংলাদেশের চট্টগ্রাম শহরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় অবস্থিত ।

কিভাবে যাওয়া যায়

চট্টগ্রাম শহরের যে কোন স্থান থেকে যাওয়ার জন্য বাস বা অটোরিক্সা ব্যবহার করা যেতে পারে।

 

ডিসি হিল

অবস্থান

ডিসি হিল পাহাড়টি চট্টগ্রাম শহরের বৌদ্ধ মন্দির সড়কে অবস্থিত। এটি চট্টগ্রাম শহরের কেন্দ্রবিন্দু জিরো পয়েন্ট হতে ১ কিলোমিটার দূরে অবস্থিত।

কিভাবে যাওয়া যায়

চট্টগ্রাম শহরের যে কোন স্থান থেকে যাওয়ার জন্য বাস বা অটোরিক্সা ব্যবহার করা যেতে পারে।

পতেঙ্গা সমুদ্র সৈকত

পতেঙ্গা সমুদ্র সৈকত

অবস্থান

পতেঙ্গা চট্টগ্রাম শহরের ১৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

কিভাবে যাওয়া যায়

চট্টগ্রাম শহরের যে কোন স্থান থেকে যাওয়ার জন্য বাস বা অটোরিক্সা ব্যবহার করা যেতে পারে।

 

ফয়েজ লেক

অবস্থান

ফয়ে’স লেক পাহারতলী রেলওয়ে স্টেশনের পূবে ও খুলশী আবাসিক এলাকার পশ্চিমে অবস্থিত।

কিভাবে যাওয়া যায়

চট্টগ্রাম শহরের যে কোন স্থান থেকে যাওয়ার জন্য বাস বা অটোরিক্সা ব্যবহার করা যেতে পারে।

 

বাটালী হিল

বাটালী হিল চট্টগ্রাম শহরের সবচেয়ে উচু পাহাড়। এর উচ্চতা প্রায় ২৮০ ফুট।

অবস্থান

চট্টগ্রাম শহরের জিরো পয়েন্ট থেকে মাত্র ১ কিলোমিটার দূরে টাইগারপাস এলাকায় বাটালি হিল অবস্থিত। চট্টগ্রাম শহরের লালখান বাজার এলাকার ইস্পাহানী মোড়ের উত্তরে ফাহিম মিউজিকের পাশ ঘেষে উপরে দিকে উঠে গেছে বাটালী হিলের রাস্তা। এ রাস্তা ম্যাজিস্ট্রেট কলোনীর পিছন দিয়ে চলে গেছে।

কিভাবে যাওয়া যায়

চট্টগ্রাম শহরের যে কোন স্থান থেকে যাওয়ার জন্য বাস বা অটোরিক্সা ব্যবহার করা যেতে পারে।

পুকুরসহ বায়েজিদ বোস্তামীর মাজার (২০০৮ সাল)

বায়েজিদ বোস্তামীর মাজার

অবস্থান

বায়েজিদ বোস্তামীর মাজার চট্টগ্রামের নাসিরাবাদের একটি পাহাড়ের উপরে অবস্থিত।

কিভাবে যাওয়া যায়

চট্টগ্রাম শহরের যে কোন স্থান থেকে যাওয়ার জন্য বাস বা অটোরিক্সা ব্যবহার করা যেতে পারে।

 

ভাটিয়ারী লেক ও গলফ ক্লাব

অবস্থান

চট্টগ্রাম শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরত্বে সীতাকুণ্ড উপজেলার দক্ষিণাংশে ভাটিয়ারী ইউনিয়ন অবস্থিত।

কিভাবে যাওয়া যায়

চট্টগ্রাম শহর থেকে সরাসরি ভাটিয়ারী যেতে সিএনজি অটোরিক্সা ভাড়া পাওয়া যাবে দেড়শত থেকে দুইশত টাকার মধ্যে। আর পাবলিক বাসে ভাটিয়ারী যেতে হলে নগরীর প্রবেশমুখ অলংকার সিটি গেইট এলাকা থেকে বাসে উঠতে হবে। ভাড়া নিবে জনপ্রতি ১৫ টাকা থেকে ২০ টাকা।

 

লালদিঘি

অবস্থান

লালদিঘি চট্টগ্রাম শহরের মাঝখানে কোতয়ালী থানায় অবস্থিত।

কিভাবে যাওয়া যায়

চট্টগ্রাম শহরের যে কোন স্থান থেকে যাওয়ার জন্য বাস বা অটোরিক্সা ব্যবহার করা যেতে পারে।

Exit mobile version