Site icon Tourism Gurukul [ পর্যটন গুরুকুল ] GOLN

পটুয়াখালী জেলার দর্শনীয় স্থান

পটুয়াখালী জেলার দর্শনীয় স্থান

মেঘনানদীর অববাহিকায় পললভূমি এবং কিছু চরাঞ্চল নিয়ে গঠিত বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পটুয়াখালী জেলা। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি পটুয়াখালীকে বলা হয় সাগরকন্যা। বাংলাদেশের সর্বদক্ষিণে কুয়াকাটা সমুদ্র সৈকত এ জেলারই ঐতিহ্য বহনকারী বেলাভূমি। প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সমুদ্রসৈকতে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। একমাত্র কুয়াকাটা এসেই সাগরের নানা রূপ বিভিন্ন ঋতুতে উপভোগ করা সম্ভব।

পটুয়াখালী জেলার দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য হলো: কানাই বলাই দিঘী, কাজলারচর, ফতেরারচর, কুয়াকাটা সমুদ্রসৈকত, চর বিজয়, কুয়াকাটা বৌদ্ধ মন্দির, মির্জাগঞ্জ উপজেলায় হযরত ইয়ার উদ্দিনখলিফার মাজার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী মেডিকেল কলেজ, সোনারচর, কুয়াকাটা রাখাইনপল্লী, মজিদবাড়িয়া মসজিদ, সীমা বৌদ্ধ বিহার, দশমিনায় এশিয়ার বৃহত্তম বীজ বর্ধন খামার, পায়রা বন্দর, পানি যাদুঘর, কালাইয়া প্রাচীন বন্দর ইত্যাদি।

নদী বিধৌত পটুয়াখালী জেলার খাল-বিল, পুকুর, নালা, নিম্নভূমি গুলো মৎস্য সম্পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জেলার নদী মোহনাগুলো ইলিশ মাছের জন্য বিখ্যাত।

Table of Contents

Toggle

পটুয়াখালী জেলার দর্শনীয় স্থানসমূহ এবং ভ্রমণ গাইড

কুয়াকাটা

অবস্থান

পটুয়াখালী

কিভাবে যাওয়া যায়

ঢাকা কিংবা যশোর থেকে সরাসরি বিআরটিসি, দ্রুতি পরিবহন, সাকুরা পরিবহনসহ একাধিক পরিবহনের গাড়ীতে গাবতলী কিংবা সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে কুয়াকাটায় আসতে পারবেন। এছাড়া যে কোন স্থান থেকে রেন্ট-এ-কার যোগেও আসতে পারেন। তবে বরিশালের পর সড়ক যোগে কুয়াকাটায় পৌঁছাতে আপনাকে লেবুখালী ফেরী পারাপার হতে হবে। ঢাকা সদরঘাট থেকে বিলাস বহুল ডাবল ডেকার এম.ভি পারাবত, এম.ভি সৈকত, এম.ভি সুন্দরবন, এম.ভি সম্পদ, এম.ভি প্রিন্স অব বরিশাল, এম.ভি পাতারহাট, এম.ভি উপকূল লঞ্চের কেবীনে উঠে সকালের মধ্যে পটুয়াখালী কিংবা কলাপাড়া নেমে রেন্ট-এ-কার যোগে এবং পটুয়াখালী-কুয়াকাটা রুটের বাসে চড়ে পর্যটন কেন্দ্র কুয়াকাটা পৌঁছাতে পারেন। ঢাকা থেকে উল্লেখিত রুট সমূহের লঞ্চ গুলো বিকাল ৫ থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে লঞ্চ ঘাট ত্যাগ করে থাকেন।

 

কুয়াকাটার কুয়া

অবস্থান

পটুয়াখালী জেলার কলাপারা উপজেলায়।

কিভাবে যাওয়া যায়

কুয়াকাটা থেকে ভ্যানে বা পায়ে হেটে ।

 

কেরানীপাড়া রাখাইনপল্লী

অবস্থান

পটুয়াখালী জেলার কলাপারা উপজেলায়।

কিভাবে যাওয়া যায়

কুয়াকাটা থেকে বাইকে বা ভ্যানে

 

ক্র্যাব আইল্যান্ড

অবস্থান

পটুয়াখালী জেলার কলাপারা উপজেলায়।

কিভাবে যাওয়া যায়

কুয়াকাটা থেকে বাইকে

 

খেপুপাড়া ডপলার রাডার স্টেশন, কলাপাড়া

অবস্থান

কলাপারা উপজেলা তে

কিভাবে যাওয়া যায়

কলাপারা উপজেলার হসপাতালের বিপরীতে

 

গঙ্গা-মতির জঙ্গল

অবস্থান

কুয়াকাটার সমুদ্র সৈকত শেষ হয়েছে পূর্ব দিকে গঙ্গা-মতির খালে। এখান থেকেই শুরু হয়েছে গঙ্গা-মতির জঙ্গল। অনেকে একে গজমতির জঙ্গলও বলে থাকেন। উল্লেখ্য যে, কুয়াকাটা যে অংশ থেকে সূর্যোদয় সবচেয়ে ভালো দেখা যায়, তাহলো এই গঙ্গামতির বাঁক। নানান রকম বৃক্ষরাজি ছাড়াও এ জঙ্গলে রয়েছে বিভিন্ন রকম পাখি, বন মোরগ-মুরগি, বানর ইত্যাদি।

কিভাবে যাওয়া যায়

কুয়াকাটা থেকে বাইকে বা ভ্যানে

 

চর বিজয়

অবস্থান

পটুয়াখালী জেলার কলাপারা উপজেলার কুয়াকাটাতে

কিভাবে যাওয়া যায়

কুয়াকাটা থেকে ট্রলারে

 

জাহাজমারা সমুদ্র সৈকত

অবস্থান

রাঙাবালী উপজেলা

কিভাবে যাওয়া যায়

রাঙাবালী উপজেলা থেকে বাইকে বা পটুয়াখালী থেকে লঞ্চ বা ট্রলারে

 

দশমিনা বীজ উৎপাদন খামার

অবস্থান

দশমিনা উপজেলা

কিভাবে যাওয়া যায়

দশমিনা থেকে মটরসাইকেল বা ইজিবাইকে

 

পানি জাদুঘর

অবস্থান

কলাপাড়া উপজেলায় কুয়াকাটা-ঢাকা মহাসড়কের পাশে

কিভাবে যাওয়া যায়

কলাপাড়া উপজেলায় কুয়াকাটা-ঢাকা মহাসড়কের পাশে পাখিমারা নামক  জায়গায়

 

ফাতরার বন

অবস্থান

পটুয়াখালী জেলার কলাপারা উপজেলায়।

কিভাবে যাওয়া যায়

কুয়াকাটা থেকে ট্রলারে।

 

বাউফলের মৃৎশিল্প

অবস্থান

বাউফল উপজেলা

কিভাবে যাওয়া যায়

বাউফুল থেকে ইজিবাইকে

 

মাজার (ইয়ার উদ্দীন খলিফার মাজার)

অবস্থান

মির্জাগঞ্জ উপজেলা

কিভাবে যাওয়া যায়

পটুয়াখালী থেকে বাইকে বা বাসে

 

মিয়াবাড়ী মসজিদ

অবস্থান

মির্জাগঞ্জ উপজেলা

কিভাবে যাওয়া যায়

পটুয়াখালী থেকে মটরসাইকেল বা ইজিবাইকে

 

মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দির

অবস্থান

পটুয়াখালী জেলার কলাপারা উপজেলায়।

কিভাবে যাওয়া যায়

কুয়াকাটা সৈকত থেকে প্রায় আট কিলোমিটার দূরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায় রাখাইনদের একটি গ্রামের নাম মিশ্রিপাড়া

 

রাজ্জাক বিশ্বাসের সাপের খামার

অবস্থান

পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের নন্দিপাড়া গ্রামে ।

কিভাবে যাওয়া যায়

পটুয়াখালী জেলা বাসষ্ট্যান্ড থেকে দক্ষিন দিকে হেতালিয়া বাধঘাট, হেতালিয়া বাধঘাট থেকে পশ্চিম দিকে বোতলবুনিয়া বাজার হয়ে নন্দিপাড়া ব্রিজ পাড়হয়ে পশ্চিমপাড় গিয়ে কিছু দক্ষিনে আঃ রাজ্জাক বিশ্বাসের নিজ বাড়িতে সাপের খামার।

 

লাউকাঠী ওয়াপদা কলনী দিঘি

অবস্থান

গ্রাম: লাউকাঠী, উপজেলাঃ পটুযখালী সদর, জেলা: পটুয়াখালী।

কিভাবে যাওয়া যায়

পটুয়াখালী সদর থেকে লাউকাঠী খেয়া পাড় হয়ে লাউকাঠী বাজার এর উত্তর দিকে খালের পচ্শিম পাড়ে অবদা কলনী দিঘি।

 

শাহী মসজিদ

অবস্থান

মির্জাগঞ্জ উপজেলা

কিভাবে যাওয়া যায়

পটুয়াখালী থেকে মটরসাইকেল বা ইজিবাইকে

 

শুঁটকি পল্লী

অবস্থান

পটুয়াখালী জেলার কলাপারা উপজেলায়।

কিভাবে যাওয়া যায়

কুয়াকাটা থেকে বাইকে

 

শেখ রাসেল শিশু পার্ক

অবস্থান

পটুয়াখালী সদর উপজেলাতে (সার্কিট হাউজের বিপরীতে )

কিভাবে যাওয়া যায়

পটুয়াখালী চৌরাস্তা হতে ১০ মিনিট রিক্সার পথ, সার্কিট হাউজের দক্ষিণ পাশে

Exit mobile version