Site icon Tourism Gurukul [ পর্যটন গুরুকুল ] GOLN

পিরোজপুর জেলার দর্শনীয় স্থান

পিরোজপুর জেলার দর্শনীয় স্থান

সুন্দরবনের কোলঘেঁষা কালীগঙ্গা, বলেশ্বর, দামোদর, সন্ধ্যানদী বিধৌত প্রাকৃতিক সবুজের ভারা এক অনন্য সুন্দর জেলা পিরোজপুর। প্রকৃতি যেন তার নিজ হাতে অপরূপ সৌন্দর্যে পিরোজপুর জেলাকে সাজিয়েছেন। বাংলার ফ্লোটিং মার্কেট হিসাবে খ্যাত কুড়িয়ানার ভাসমান পেয়ারা বাজার পিরোজপুর জেলার অন্যতম দর্শনীয় স্থান।

তাছাড়া রায়েরকাঠী জমিদার বাড়ি, মঠবাড়িয়ার সাপলেজা কুঠিরবাড়ি, পিরোজপুরের প্রাচীন মসজিদ, মঠবাড়িয়ার মমিন মসজিদ, শেরে বাংলা পাবলিক লাইব্রেরী, মাঝের চর মঠবাড়ীয়া, পারেড় হাট জমিদার বাড়ী, স্বরূপকাঠির পেয়ারা বাগান, আটঘর আমড়া বাগান, আজিম ফরাজীর মাজার, ভান্ডারিয়া শিশু পার্ক, সারেংকাঠী পিকনিক স্পট, কবি আহসান হাবিব এর বাড়ী, ডিসি পার্ক ইত্যাদি বিশেষ ভাবে উল্লেখ্য যোগ্য।

পিরোজপুর জেলার দর্শনীয় স্থানসমূহ এবং ভ্রমণ গাইড

 

ডিসি পার্ক, পিরোজপুর

অবস্থান

পিরোজপুর সদর, পিরোজপুর

কিভাবে যাওয়া যায়

পিরোজপুর বাস স্ট্যান্ড হতে রিক্সা অথবা টমটম যোগে।

 

পারেড় হাট জমিদার বাড়ী

অবস্থান

জিয়ানগর উপজেলা , পিরোজপুর

কিভাবে যাওয়া যায়

জিয়ানগর উপজেলা পরিষদ থেকে রিক্সা যোগে (১০/- ভাড়া) জিয়ানগর কলেজ মোড় যেতে হবে। গাড়ীতে পাড়েরহাট বাস স্ট্যান্ড/ ফাঁড়িরমোড় (১৫/- ভাড়া) যেতে হবে। পুনরায় রিক্সায় পাড়েরহাট বাজার/ জমিদার বাড়ী (১০/-ভাড়া)। সেখানে বর্তমানে পাড়েরহাট ইউনিয়ন ভূমি অফিস অবস্থিত।

বলেশ্বর ঘাট শহীদ স্মৃতিস্তম্ভ

অবস্থান

পিরোজপুর সদর, পিরোজপুর

কিভাবে যাওয়া যায়

পিরোজপুর শহর থেকে রিক্সা যোগে যাওয়া যাই (১০-১৫ /- ভাড়া)।

 

ভান্ডারিয়া শিশু পার্ক

অবস্থান

ভান্ডারিয়া উপজেলা , পিরোজপুর

কিভাবে যাওয়া যায়

ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় থেকে রিক্সা যোগে ১.৫ কি.মি দূরে (১৫/- ভাড়া)।

মঠবাড়িয়ার মমিন মসজিদ

অবস্থান

মঠবাড়িয়া উপজেলা , পিরোজপুর

কিভাবে যাওয়া যায়

মঠবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে T&T রোড হয়ে 2 k.m. দূরে। রিক্সা যোগে ২০/- ভাড়া।

 

রায়েরকাঠী জমিদার বাড়ি

অবস্থান

পিরোজপুর সদর, পিরোজপুর

কিভাবে যাওয়া যায়

পিরোজপুর জেলা শহর থেকে অটোরিক্সা যোগে যাওয়া যায় (৩০ /- ভাড়া )।

স্বরুপকাঠীর পেয়ারা বাগান

অবস্থান

নেছারাবাদ উপজেলা , পিরোজপুর

কিভাবে যাওয়া যায়

নেছারাবাদ উপজেলা থেকে ২.৫ কি.মি দূরে আটঘড় কুড়িয়ানা ইউনিয়নে যেতে হবে মোটরসাইকেলে (৩০/- ভাড়া) ।

 

হুলারহাট নদী বন্দর

অবস্থান

পিরোজপুর সদর, পিরোজপুর

কিভাবে যাওয়া যায়

পিরোজপুর বাস স্ট্যান্ড এবং শহরের যে কোন স্থান থেকে রিক্স/রেম্পু/অটোরিক্ষ/রেন্ট-এ কার যোগে।

Exit mobile version