Site icon Tourism Gurukul [ পর্যটন গুরুকুল ] GOLN

বরিশাল জেলার দর্শনীয় স্থান

বরিশাল জেলার দর্শনীয় স্থান

ঐতিহাসিক নিদর্শন ও অসংখ্য নদী-নালা, খাল-বিল ও সবুজ বেষ্টনী ঘেরা বাংলার ‘ভেনিস’ বা বরিশাল জেলা। বর্তমান বরিশাল জেলা প্রাচীন বাংলার জনপদ চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড প্রাণকেন্দ্র। বাংলার অসংখ্য কৃতি সন্তানের জন্মভূমি বা নিজ জেলা বরিশালের রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান যার মাধ্যমে স্থানীয়, দেশীয় ও আন্তর্জাতিক পর্যটকগণ তাদের ভ্রমণ তৃষ্ণা নিবারণ করে।

বরিশাল জেলার দর্শনীয় স্থান গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: এবাদুল্লাহ মসজিদ লাকুটিয়া জমিদার বাড়ি, দুর্গাসাগর দিঘী, গুঠিয়া মসজিদ, ভাসমান পেয়ারা বাজার, সাতলা শাপলা গ্রাম, বিবির পুকুর, ব্রজমোহন কলেজ, জীবনানন্দ দাশের বাড়ি, অক্সফোর্ড মিশন গির্জা, বঙ্গবন্ধু উদ্যান (বেলস পার্ক), বরিশাল বিশ্ববিদ্যালয়, অশ্বিনীকুমার টাউন হল, কড়াপুর মিয়াবাড়ি মসজিদ, কমলাপুর মসজিদ, কসবা মসজিদ, সংগ্রাম কেল্লা, শরিফলের দুর্গ, শংকর মঠ, জমিদার বাড়ি (মাধবপাশা), বরিশাল কালেক্টরেট ভবন, নসরত গাজীর মসজিদ, নাটু বাবুর জমিদার বাড়ি, লন্টা বাবুর দিঘী (লাকুটিয়া) সরকার মঠ (মাহিলারা মঠ), ৩০ গোডাউন (রিভার ভিউ পার্ক ও বধ্যভূমি) শ্বেতপদ্ম পুকুর, মুকুন্দ দাসের কালিবাড়ী ও শের-ই-বাংলা জাদুঘর ইত্যাদি।

 

Table of Contents

Toggle

বরিশাল জেলার দর্শনীয় স্থানসমূহ এবং ভ্রমণ গাইড

অক্সফোর্ড মিশন চার্চ, বরিশাল

অবস্থান

বরিশাল

কিভাবে যাওয়া যায়

হাসপাতাল রোড থেকে রিক্সায় উত্তর দিকে ১০ মিনিটের দুরত্ব

 

আবদুর রব সেরনিয়াবাত সেতু

অবস্থান

কর্ণকাঠি, বরিশাল

কিভাবে যাওয়া যায়

বরিশাল জেলা সদর থেকে মাত্র ৩ কিলোমিটার দক্ষিনে অবস্থিত.

 

উলানিয়া জমিদার বাড়ি

অবস্থান

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া গ্রামে।

কিভাবে যাওয়া যায়

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া গ্রামে রয়েছে ভগ্নপ্রায় চৌধুরীবাড়ি যা জমিদারবাড়ি হিসেবে পরিচিত

 

কড়াপুর মিয়াবাড়ি মসজিদ

অবস্থান

বরিশাল সদর, বরিশাল

 

কলসকাঠী জমিদার বাড়ি

অবস্থান

বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের কলসকাঠি বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে জমিদার বাড়িটি অবস্থিত।

কিভাবে যাওয়া যায়

বাকেরগঞ্জ উপজেলা সদরের সাহেবগঞ্জ খেয়া পার হয়ে মোটর সাইকেল, রিকশা বা ভ্যান যোগে প্রায় ৩ কিঃ মিঃ দূরত্বে কলসকাঠী বাজারের কিছুটা আগে জমিদার বাড়িটির অবস্থান।

 

কসবা মসজিদ, গৌরনদী, বরিশাল।

অবস্থান

লাখেরাজ কসবা

কিভাবে যাওয়া যায়

টরকী বন্দর বাস স্ট্যান্ড নেমে হেটে বা রিক্সায় যাওয়া যায় ।

 

কীর্তনখোলা নদী

অবস্থান

বরিশাল সদর, বরিশাল

কিভাবে যাওয়া যায়

কীর্তনখোলা নদীর উপরে বরিশাল নৌ বন্দর অবস্থিত, যা বাংলাদেশের ২য় বৃহত্তম নদী-বন্দর।

 

গুঠিয়া মসজিদ

গুঠিয়ার চাংগুরিয়া গ্রাম,উজিরপুর উপজেলা,বরিশাল।

কিভাবে যাওয়া যায়

বরিশাল-বানারীপাড়া সড়ক ধরে এগোলেই উজিরপুর উপজেলা। সড়কের পাশে গুঠিয়ার চাংগুরিয়া গ্রাম। এগ্রামেই আছে দক্ষিণাঞ্চলের বৃহৎ মসজিদ।

 

গৈলা মনসা মন্দির

কিভাবে যাওয়া যায়

আগৈলঝাড়া, বরিশাল

 

চরামদ্দী মুঙ্গাখাঁন জামে মসজিদ

অবস্থান

চরামদ্দী ইউনিয়ন

কিভাবে যাওয়া যায়

বাকেরগঞ্জ অথবা বরিশাল শহর থেকে নতুন তৈরীকৃত ভোলার রাস্তা হয়ে যেতে হয়।

 

চলচিত্র প্রযোজক আরিফ মাহমুদের বাড়ি

অবস্থান

কাজিরচর ইউনিয়ন

কিভাবে যাওয়া যায়

বরিশাল থেকে বাসে বা মটর সাইকেলে মুলাদী প্যাদার হাটা।

 

চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়

অবস্থান

গ্রাম: দক্ষিন চাঁদশী,ওয়ার্ড নাং: ২, ডাকঘর: চাঁদশী, উপজেলা: গৌরনদী, জেলা: বরিশাল

কিভাবে যাওয়া যায়

চাঁদশী ঈশ্বর চঁন্দ্র মাধ্যমিক বিদ্যালয়, ডাকঘর: চাঁদশী, উপজেলা: গৌরনদী, জেলা: বরিশাল। ঢাকা-বরিশাল মহা সড়কের পশ্চিম পার্শ্বে গয়না ঘাটা- রাজিহার সড়ক ৪দিয়ে।চাঁদশী বাজার দিয়ে উত্তর দিকে (চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়) অবস্থিত।প্রায় ৪ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত।

 

চারণ কবি মুকুন্দ দাস কালী মন্দির

অবস্থান

কাশীপুর, বরিশাল

 

দার্শনিক আরজ আলী মাতুব্বরের বাড়ি

অবস্থান

বরিশাল সদর, বরিশাল

 

দুর্গাসাগর

অবস্থান

বরিশাল, বাবুগঞ্জ।

কিভাবে যাওয়া যায়

বরিশাল থেকে পাবলিক বাসে আসা যায়। নথুল্লাবাদ বাস টারমিনাল থেকে বরিশাল – বানারিপাড়া বাস এ দূর্গা সাগর নামতে হবে। এ ছাড়া মাইক্রো , প্রাইভেট কার , স্কুটার যোগেও আসা যাবে। বরিশাল থেকে মাত্র ২৫ মিনিট থেকে ৪৫ মিনিটের পথ ।

 

পাদ্রিশিবপুর গীর্জা

অবস্থান

বাকেরগঞ্জ উপজেলাধীন ১৩ নং পাদ্রিশিবপুর ইউনিয়নেই এর অবস্থান।

কিভাবে যাওয়া যায়

বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মোটর সাইকেল, সিএনজি  অথবা বাস যোগে সরাসরি পাদ্রিশিবপুর যাওয়া যায়। দূরত্ব ৬ কিঃ মিঃ।

 

বঙ্গবন্ধু উদ্যান

অবস্থান

বরিশাল মহানগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত।

কিভাবে যাওয়া যায়

বরিশাল জেলা সদর থেকে মাত্র ১/২ কিলোমিটার দক্ষিনে অবস্থিত.

 

মাহিলাড়া মঠ

অবস্থান

মাহিলাড়া,গৌরনদী

কিভাবে যাওয়া যায়

মাহিলাড়া বাস স্ট্যান্ড রিক্সায় যাওয়া যায় ।

 

লাকুটিয়া জমিদার বাড়ি

অবস্থান

বরিশাল সদর, বরিশাল

 

শের-ই-বাংলা স্মৃতি জাদুঘর

অবস্থান

চাখার, বানারীপাড়া, বরিশাল

 

বরিশাল কিভাবে যাবেন

বাসে বা সড়ক পথে

সড়কপথে ঢাকা থেকে বরিশাল আপনি ৬ থেকে ৮ ঘণ্টায় পৌঁছে যাবেন। প্রতিদিন ভোর ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত গাবতলি বাস টার্মিনাল থেকে বেশকিছু বাস বরিশালের উদ্দেশে ছেড়ে যায়। বেশীরভাগ বাস পাটুরিয়া ঘাট অতিক্রম করে বরিশালে যায় আবার কিছু কিছু বাস মাওয়া ঘাট অতিক্রম করে বরিশালে যায়। ঢাকা থেকে আগত বাসগুলো বরিশালের নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে থেমে থাকে।

ঢাকা থেকে বরিশালে চলাচলকারী বাসগুলোর মধ্যে আছে:

শাকুরা পরিবহন, ফোন: ০১১৯০৬৫৮৭৭২, ০১৭২৯৫৫৬৬৭৭
ঈগল পরিবহন, ফোন: ০২-৯০০৬৭০০
হানিফ পরিবহন, ফোন: ০১৭১৩০৪৯৫৫৯
বাস ভাড়া: এসি বাসের ভাড়া: ৭০০/- টাকা
নন-এসি বাসের ভাড়া: ৫০০/- টাকা
লোকাল বাসের ভাড়া: ২৫০ টাকা থেকে ৩০০/- টাকা।

নৌপথে বা লঞ্চে

ঢাকা থেকে বরিশাল এর লঞ্চগুলো রাত ৮টা থেকে ৯টার মধ্যে সদর ঘাট থেকে ছাড়ে। এর মধ্যে সুন্দর বন ৭/৮, সুরভী৮, পারাবত ১১, কীর্তনখোলা ১/২ লঞ্চ গুলো ভাল। লঞ্চ গুলো বরিশাল পৌঁছায় ভোর ৫টার দিকে।

লঞ্চ ভাড়া

ডেক ভাড়া ১৫০ টাকা, ডাবল কেবিন ১৬০০, ভিআইপি ৪৫০০।

Exit mobile version