Site icon Tourism Gurukul [ পর্যটন গুরুকুল ] GOLN

ব্রাহ্মণবাড়িয়া জেলার দর্শনীয় স্থান

ব্রাহ্মণবাড়িয়া জেলার দর্শনীয় স্থান

শান্ত নদী তিতাসের অববাহিকায় ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধে জেলা ব্রাহ্মণবাড়িয়া। শিল্প-সাহিত্য ও শিক্ষা-সংস্কৃতির ঐতিহ্যবাহী সুপ্রাচীন একটি শহর। ব্রাহ্মণবাড়িয়া জেলার দর্শনীয় ভ্রমণ স্থান ও ঐতিহাসিক স্থাপনার মধ্যে অন্যতম হলো: কেল্লা শহীদ মাজার, আরিফাইল মসজিদ, হরিপুর জমিদার বাড়ি, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের সমাধি, ধরন্তি হাওর, আবি ফিউচার পার্ক, মেদিনী হাওড় অঞ্চল, তিতাস নদীর ব্রিজ, শ্রীঘর মঠ, জয়কুমার জমিদার বাড়ী, লক্ষ্মীপুর শহীদ সমাধিস্থল, কালভৈরব, ফারুকী পার্কের স্মৃতিস্তম্ভ, হাতীর পুল, কেল্লা শহীদ মাজার, গঙ্গাসাগর দিঘী, জয়কুমার জমিদার বাড়ী, আশুগঞ্জ মেঘনা নদীর পার, টিঘর জামাল সাগর দীঘি, নাসিরনগর মেদিনী হাওড় অঞ্চল বেশ জনপ্রিয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলার দর্শনীয় স্থান সমূহ এবং ভ্রমণ গাইড

উলচাপাড়া মসজিদ

অবস্থান

উলচাপাড়া গ্রাম

কিভাবে যাওয়া যায়

ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে সিএনজি নিয়ে যাওয়া যায় ।

 

কচুয়া মাজার

অবস্থান

চাতলপাড় ইউনিয়ন

কিভাবে যাওয়া যায়

নাসিরনগর থেকে নৌকা দিয়ে চাতলপাড় বাজার….পশ্চিম দিকে পায়ে হেটে কচুয়া মাজার, সরাইল থেকে নৌকা দিয়ে চাতলপাড়…..চাতলপাড় থেকে কচুয়া, ভৈরব থেকে নৌকা দিয়ে চাতলপাড়, লাখাই থেকে নৌকা দিয়ে চাতলপাড়

 

কেল্লা শহীদ মাজার

অবস্থান

ভারতীয় সীমান্ত থেকে ১০ কিলোমিটার দক্ষিণে কসবা উপজেলার বাকাইল ইউনিয়নের কোল্লাপাথর গ্রামে এটি অবস্থিত। এখানে ৫২ জন মুক্তিযোদ্ধার সমাধি রয়েছে।

কিভাবে যাওয়া যায়

ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে সিএনজি নিয়ে যাওয়া যায়।

 

জয়কুমার জমিদার বাড়ী

অবস্থান

বুড়িশ্বর গ্রামের উত্তর পাশে একেবারে শেষ সীমান্তে এই বাড়ি অবস্থিত।

কিভাবে যাওয়া যায়

বুড়িশ্বর থেকে পায়ে হেটে মাত্র ১০ মিনিটে ঐ জমিদার বাড়ীতে যাওয়া যায়। এছাড়া বুড়িশ্বর ইউনিয়নের যেকোনো জায়গা থেকে যানবাহন দ্বারা যাওয়া যায়। শুধু গঙ্গানগর থেকে নৌ পথে যেতে হয়।

 

নাটঘর মন্দির

অবস্থান

নবীনগর থানার নাটঘর গ্রাম

কিভাবে যাওয়া যায়

নবীনগর থেকে রিক্সা করে যাওয়া যায় ।

 

নাসিরনগর মেদিনী হাওড় অঞ্চল

অবস্থান

নাসিরনগর উপজেলা

 

বিদ্যাকুট সতীদাহ মন্দির

অবস্থান

নবীনগর উপজেলার ইতিহাস প্রসিদ্ধ বিদ্যাকুট গ্রাম

কিভাবে যাওয়া যায়

নবীনগর থেকে রিক্সা করে যাওয়া যায়।

 

লক্ষ্মীপুর শহীদ সমাধিস্থল

অবস্থান

কসবা

কিভাবে যাওয়া যায়

কসবা উপজেলা সদর থেকে মাত্র ৩ কিলোমিটার উত্তর পূর্বে গোপীনাথপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রাম

Exit mobile version