উপকূলীয় জনপদ লক্ষ্মীপুরের নয়নাভিরাম সৌন্দর্য যে কোন মানুষের মনে দাগ কাটে গভীর ভাবে। লক্ষ্মী শব্দটি থেকে লক্ষ্মীপুরের নামকরণ করা হয়েছে। লক্ষ্মী শব্দের অর্থ হলো ধন-সম্পদ ও সৌভাগ্যের দেবী। আর পুর শব্দটির অর্থ হলো শহর বা নগর। ‘লক্ষ্মীপুর’ এর অর্থ হলো সম্পদ সমৃদ্ধ শহর বা সৌভাগ্যের নগরী।
এই জেলার নামের সাথে নারিকেল,সুপারী আর ধানের কথা বলা হলেও মূলত জেলাবাসী মেঘনা নদীর কথা পরিচিতির সাথে জুড়ে দিতে পছন্দ করে। ইলিশ এখন এ জেলাবাসীর একমাত্র গর্বের ঐতিহ্য। আর কমলনগর ও রামগতির মহিষের দধি তো দেশ বিখ্যাত।
সব কিছু মিলেই লক্ষ্মীপুর পর্যটনের এক সম্ভাবনাময় জেলা।
এক নজরে লক্ষ্মীপুর জেলার দর্শনীয় স্থান সমূহ
লক্ষ্মীপুর সদর উপজেলার দর্শনীয় স্থান
- চাতা মসজিদ, দিঘলী।
- মান্দারী বড় জামে মসজিদ, মান্দারী বাজার।
- ইসহাক জমিদার বাড়ি
- কেন্দ্রীয় শহীদ মিনার, লক্ষ্মীপুর
- দালাল বাজার জমিদার বাড়ি
- দালাল বাজার খোয়া সাগর দিঘী
- কামানখোলা জমিদার বাড়ি
- নূরনবী পার্ক, খাগুড়িয়া, দিঘলী।
- দিঘলী নুরনবী সাহেবের বাড়ী
- একরাম আলী হাওলাদার (জমিদার বাড়ি) , শহর কসবা।
- সুফলা দিঘী, মদনা গ্রাম, ১৮ নং কুশাখালী ইউনিয়ন।
- মজুচৌধুরীর হাট ২০নং চররমনী মোহন ইউনিয়ন।
- ভোম রাজার দিঘী, আটিয়াতলী প্রামের পীর সাহেবের বাড়ির দিঘী
- পৌর শিশু পার্ক, লক্ষ্মীপুর
- তিতাখাঁ জামে মসজিদ
কমলনগর উপজেলার দর্শনীয় স্থান
- মেঘনার পাড় মাতাব্বর হাট
- মতিরহাট মাছঘাট, মেঘনার পাড় মতিরহাট
- ভাষা সৈনিক কমরেড মোহাম্মদ তোয়াহার স্মৃতিসৌধ

রামগঞ্জ উপজেলার দর্শনীয় স্থান
- রামগঞ্জ শিশু পার্ক, কাঞ্চনপুর দরগা শরীফ,
- শ্যামপুর দায়রা শরীফ, রাজাপুর বিল (রাঘবপুর)।ঐদারা দীঘি,শ্রীরামপুর রাজ বাড়ি।
- জনপ্রতিনিধি
- যধুবাবুর আছরম (চন্দিপুর)
রামগতি উপজেলার দর্শনীয় স্থান
- রামগতি দ্বায়রা শরিফ
- টাংকিরচর
- ভবানী সাহার মঠ
- মেঘনা বেড়ীবাঁধ
- মেঘনা তীর
- চর গজারিয়া
- বয়ার চর
- ঝাঁউবন
- মেঘনা সুইচ গেইট
- আলেকজান্ডার বেড়ীবাঁধ
- বুড়া কর্তার আশ্রম
- আলেকজান্ডার দ্বায়রা শরিফ
- ভুলুয়া নদী
- আজাদ নগর ব্রীজ
- আসসালাম জামে মসজিদ
রায়পুর উপজেলার দর্শনীয় স্থান
- হাজীমাড়া সুইচ গেট
- রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্র;
- বেঙ্গল স্যু ইন্ডাস্ট্রি – সোনাপুর ইউনিয়ন;
- ডাকাতিয়া নদী;
- জ্বীনের মসজিদ;
- শায়েস্তা নগর জমিদার বাড়ি;
- রায়পুর বড় মসজিদ;
- চুন্নু মিয়া জমিদার বাড়ি।
- আলতাফ মাষ্টার মাছ ঘাট ( চরইন্দুরিয়া) ২ নং উত্তর চর বংশী।
- সাজু মোল্লার ঘাট – হায়দারগঞ্জ।
- সাইয়্যেদ মঞ্জিল, হায়দরগঞ্জ।
- নুর মিয়া জামে মসজিদ(১৮৮২),বামনী।
- হায়দরগঞ্জ তাহেরিয়া রচিম উদ্দিন ঈদগাহ
- পানির ঘাট
- মেঘনা নদী
- সোবাহানিয়া জামে মসজিদ