শিক্ষা, শিল্প ও সংস্কৃতির পাদপীঠ প্রাচীন ঐতিহ্যসমৃদ্ধ কুমিল্লা জেলা জেলাটি সপ্তম থেকে অষ্টম শতাব্দীর বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের আশ্রয়স্থল। অনেক অনেক আগে এই জেলা সমতট জনপদের অংশ ছিল। কালক্রমে এটি ত্রিপুরা রাজ্যভুক্ত হয়। কুমিল্লা নামটি এসেছে কমলাঙ্ক শব্দ থেকে, যার অর্থ পদ্মের পুকুর।
ত্রিপুরার রাজারা এক সময় গ্রীষ্মকালীন অবকাশ যাপন কেন্দ্র হিসেবে গোড়াপত্তন করেছিলেন গোমতীর তীরের এই কুমিল্লার। প্রাকৃতিক শোভায় সুশোভিত কুমিল্লা জেলায় রয়েছে বহু দৃষ্টিনন্দন স্থান। কুমিল্লা জেলার দর্শনীয় ভ্রমণ স্থান, ঐতিহাসিক স্থাপনা ও ঘুরে বেড়ানোর সকল পর্যটন স্থানের মধ্যে উল্লেখযোগ্য হলো: শালবন বিহার, আনন্দ বিহার, ময়নামতি ওয়ার সিমেট্রি, ধর্মসাগর দীঘি, রূপবান মুড়া, চন্ডীমুড়া মন্দির, ম্যাজিক পার্ক ইত্যাদি।
খাদি কাপড় তাঁত শিল্প, কুটির শিল্প, মৃৎ ও কারু শিল্প, মিষ্টি, ময়নামতির শীতল পাটি ও রসমালাইয়ের জন্যে বিখ্যাত কুমিল্লা।
কুমিল্লা জেলার দর্শনীয় স্থান সমূহ এবং ভ্রমণ গাইড
উটখাড়া মাজার
অবস্থান
দেবিদ্বার সদর থেকে প্রায় ৭ কিলোমিটার পূর্ব দক্ষিণে এবং কুমিল্লা শহর থেকে প্রায় ২৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত
কিভাবে যাওয়া যায়
দেবিদ্বার শহর হতে রিকসা যাওয়া যায়।
নূর মানিকচর জামে মসজিদ
অবস্থান
নুরমানিকচর, দেবিদ্বার, কুমিল্লা। ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক’ এর নূরমানিকচর বাস স্টেশনের আধা কিলোমিটার উত্তরে অবস্থিত।
কিভাবে যাওয়া যায়
‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক’ এর নূরমানিকচর বাসস্টেশন থেকে রিক্সা যোগে যাওয়া যায়।
বায়তুল আজগর জামে মসজিদ
অবস্থান
গুনাইঘর (উত্তর) ইউনিয়ন, দেবিদ্বার, কুমিল্লা। ‘গুনাইঘর বায়তুল আজগর সাত গম্বুজ জামে মসজিদটি কুমিল্লা জেলা সদর থেকে উত্তর-পশ্চিম কোনে দেবিদ্বার পৌর এলাকায় এবং দেবিদ্বার সদর থেকে দু’কিলোমিটার পশ্চিম দক্ষিণে গুনাইঘর গ্রামে অবস্থিত।
কিভাবে যাওয়া যায়
দেবিদ্বার বাসস্ট্যান্ড থেকে রিক্সা বা সিএনজি যোগে যাওয়া যায়।
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড)
অবস্থান
কুমিল্লা শহর হতে ৮ কিলোমিটার পশ্চিমে সদর দক্ষিণ উপজেলার কুমিল্লা কোটবাড়ী এলাকায় অবস্থিত।
কিভাবে যাওয়া যায়
কুমিল্লা শহর হতে সিএনজি যোগে যাওয়া যায়।
বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন
অবস্থান
কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে অবস্থিত।
কিভাবে যাওয়া যায়
রিক্সা যোগে যাওয়া যায়।
ময়নামতি ওয়ার সিমেট্রি
অবস্থান
কুমিল্লা শহর হতে প্রায় ৯ কিলোমিটার উত্তর পশ্চিমে বুড়িচং উপজেলার কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত।
কিভাবে যাওয়া যায়
কুমিল্লা শহর হতে বাস, অটো রিকশা ও সিএনজি যোগে যাওয়া যায়।
শালবন বৌদ্ধ বিহার
অবস্থান
কুমিল্লা শহর হতে প্রায় ৮ কিলোমিটার পশ্চিমে সদর দক্ষিণ উপজেলার কুমিল্লা কোটবাড়ী এলাকায় অবস্থিত।
কিভাবে যাওয়া যায়
কুমিল্লা শহর হতে সিএনজি যোগে যাওয়া যায়। কুমিল্লা সেনানিবাস বাসস্ট্যান্ড হতে সিএনজি, রিক্সা যোগে যাওয়া যায়।
শাহ সুজা মসজিদ
অবস্থান
কুমিল্লা শহরের মোগলটুলী এলাকায় (আদর্শ সদর উপজেলা)।
কিভাবে যাওয়া যায়
রিক্সা যোগে যাওয়া যায়।