লক্ষ্মীপুর জেলার দর্শনীয় স্থান সমূহ

উপকূলীয় জনপদ লক্ষ্মীপুরের নয়নাভিরাম সৌন্দর্য যে কোন মানুষের মনে দাগ কাটে গভীর ভাবে। লক্ষ্মী শব্দটি থেকে লক্ষ্মীপুরের নামকরণ করা হয়েছে। লক্ষ্মী শব্দের অর্থ হলো ধন-সম্পদ ও সৌভাগ্যের দেবী। আর পুর শব্দটির অর্থ হলো শহর বা নগর। ‘লক্ষ্মীপুর’ এর অর্থ হলো সম্পদ সমৃদ্ধ শহর বা সৌভাগ্যের নগরী।

এই জেলার নামের সাথে নারিকেল,সুপারী আর ধানের কথা বলা হলেও মূলত জেলাবাসী মেঘনা নদীর কথা পরিচিতির সাথে জুড়ে দিতে পছন্দ করে। ইলিশ এখন এ জেলাবাসীর একমাত্র গর্বের ঐতিহ্য। আর কমলনগর ও রামগতির মহিষের দধি তো দেশ বিখ্যাত।

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত লক্ষ্মীপুর জেলার দর্শনীয় স্থান গুলোর মধ্যে মেঘনা নদী, দালাল বাজার জমিদার বাড়ী, নারিকেল ও সুপারির বাগান, তিতা খাঁ জামে মসজিদ, কামানখোলা জমিদার বাড়ী, জ্বীনের মসজিদ, মটকা মসজিদ, মজু চেীধুরী ঘাট, মতিরহাট ও মেঘনার বুকে ভাসমান চর, মজু চৌধুরীর হাট সুদৃশ্যমান সুইচগেট, রামগঞ্জের লক্ষ্মীধরপাড়া দিঘী, রামগতির প্যারাবন, খোয়া সাগর দিঘী, ভোম রাজার দিঘী ইত্যাদি।

সব কিছু মিলেই লক্ষ্মীপুর পর্যটনের এক সম্ভাবনাময় জেলা।

লক্ষ্মীপুর জেলার দর্শনীয় স্থান সমূহ এবং ভ্রমণ গাইড

চররুহিতা

অপরূপ সৌন্দর্যে ভরা সবুজ গাছের সমারহ

অবস্থান

৪নং চররুহিতা ইউনিয়ন

কিভাবে যাওয়া যায়

যে কোন স্থান থেকে প্রথমে লক্ষ্মীপুর আসতে হবে এরপর যেকোনো যানবাহনে এখানে আসা যায়। এটি লক্ষ্মীপুর সদর উপজেলাধীন চররুহিতা ইউনিয়নে অবস্থিত।

 

কামানখোলা জমিদার বাড়ী

অবস্থান

দালাল বাজার, রায়পুর, লক্ষ্মীপুর।

কিভাবে যাওয়া যায়

লক্ষ্মীপুর বাসস্ট্যান্ড থেকে সিএনজিতে যাওয়া যায়। রায়পুর বাসস্ট্যান্ড থেকেও সিএনজিতে যাওয়া যায়।

 

খোয়া সাগর দিঘী

অবস্থান

দালাল বাজার, রায়পুর, লক্ষ্মীপুর।

কিভাবে যাওয়া যায়

লক্ষ্মীপুর বাসস্ট্যান্ড থেকে সিএনজিতে যাওয়া যায়। রায়পুর বাসস্ট্যান্ড থেকেও সিএনজিতে যাওয়া যায়।

 

জ্বীনের মসজিদ

অবস্থান

রায়পুর, লক্ষ্মীপুর।

কিভাবে যাওয়া যায়

লক্ষ্মীপুর বাসস্ট্যান্ড থেকে সিএনজি অথবা বাসে করে যাওয়া যায়। রায়পুর বাসস্ট্যান্ড থেকেও সিএনজি তে যাওয়া যায়।

 

তিতা খাঁ জামে মসজিদ

অবস্থান

লক্ষ্মীপুর বাজারে অবস্থিত।

কিভাবে যাওয়া যায়

লক্ষ্মীপুর বাসস্ট্যান্ড থেকে সিএনজি অথবা রিক্সায় যাওয়া যায়।

 

দালাল বাজার জমিদার বাড়ী

অবস্থান

দালাল বাজার, লক্ষ্মীপুর।

কিভাবে যাওয়া যায়

লক্ষ্মীপুর বাসস্ট্যান্ড থেকে সিএনজি তে যাওয়া যায়।

 

নারিকেল ও সুপারির বাগান

অবস্থান

দালাল বাজারের পশ্চিমে চর মণ্ডল, রাখালিয়া মহাদেবপুর এবং হায়দরগঞ্জের বিভিন্ন স্থান

কিভাবে যাওয়া যায়

লক্ষ্মীপুর বাসস্ট্যান্ড থেকে সিএনজিতে যাওয়া যায়। রায়পুর বাসস্ট্যান্ড থেকে সিএনজিতে যাওয়া যায়। কমলনগর বাসস্ট্যান্ড থেকেও সিএনজিতে যাওয়া যায়।

 

বামনী আদর্শ উচ্চবিদ্যালয়

অবস্থান

৪ নং ওয়ার্ড বামনী খায়ের হাট

কিভাবে যাওয়া যায়

রায়পুর উপজেলা থেকে সিএনজি তে সর্দার বাড়ী স্টেশন এসে, রিক্সায় খায়ের হাট আসলে বামনী আদর্শ উচ্চবিদ্যালয়।

 

মটকা মসজিদ

অবস্থান

দক্ষিণ মজুপুর, লক্ষ্মীপুর

কিভাবে যাওয়া যায়

লক্ষ্মীপুর বাসস্ট্যান্ড থেকে সিএনজি অথবা রিক্সায় যাওয়া যায়।

Leave a Comment