এক নজরে নোয়াখালী জেলার দর্শনীয় স্থান সমূহ | নোয়াখালী ভ্রমণ গাইড

নোয়াখালী ভ্রমণ গাইড

গাঙ্গেয় পলিমাটি সমৃদ্ধ উপকূলীয় জেলা নোয়াখালী। মেঘনার মোহনায় সমুদ্রের উদার স্পর্শে আরবীয় ইংরেজ আর গ্রীক সভ্যতার মিশ্রনে নোয়াখালী শহর গড়ে উঠেছিলো এক অপরুপ রুপসী সাজে। কিন্তু উনবিংশ শতাব্দীর প্রথম থেকেই আবিশ্বাস্যভাবে ভাঙ্গন শুরু হয় এ জনপদের। মাইলের পর মাইল সেই ঐতহ্যবাহী জনপদ নদীগর্ভে বিলীন হয়ে যায়। সেই সাথে বিলীন হয়ে যায় হাজার বছর ধরে গড়ে উঠা সমৃদ্ধশালী ঐতিহ্যের চিহ্ন। তবে রয়ে গেছে অল্প কিছু নিদর্শন।

এক নজরে নোয়াখালী জেলার দর্শনীয় স্থান সমূহ

নোয়াখালী সদর উপজেলার দর্শনীয় স্থান

  • জেলা জামে মসজিদ, মাইজদী, নোয়াখালী
  • নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সোনাপুর, নোয়াখালী

বেগমগঞ্জ উপজেলার দর্শনীয় স্থান

  • হাফেজ মহিউদ্দিন সাহেবের মাজার
  • কুতুবপুর গ্যাস ফিল্ড
  • ঐতিহ্যবাহী প্রাচীনতম ডেল্টা জুট মিলস
  • কমলার দিঘি
  • হযরত ছায়েদুল আলম চিঃ(রঃ) মাজার শরীফ

সেনবাগ উপজেলার দর্শনীয় স্থান

  • নলুয়া মিঞা বাড়ি জামে মসজিদ
  • পীর আনিস ভূঁইয়া সাহেবের জামে মসজিদ
  • কল্যান্দি জমিদার বাড়ি
  • গাজী এয়াকুব সাহেবের মাজার, বাবুপুর শ্রীপুর, ডুমুরুয়া।
  • কেশরপাড়া দীঘি।
  • ভূঁইয়ার দীঘি, মোহাম্মদপুর।
  • কাবিলপুর হাক্কানী মসজিদ
  • কাকু দরবেশের মাজার, মতিমিয়ার হাট, মোহাম্মদপুর।
  • কাদরার কিল্লা।
  • বীরকোটের বীরের মুর্তি।
  • কুশাগাজীর মসজিদ।

সোনাইমুড়ি উপজেলার দর্শনীয় স্থান

  • বজরা শাহী জামে মসজিদ (১১৫৩ হিজরী),
  • বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্মৃতি পাঠাগার ও জাদুঘর

চাটখিল উপজেলার দর্শনীয় স্থান

  • গান্ধী আশ্রম
  • জমিদার বাড়ী, রামনারায়ণপুর
  • মেগা দীঘি, বদলকোট
  • ভিমপুর/ভাওর চৌধুরী বাড়ি,মোঘল আমলের দালান
  • দশানী টবগা গ্রামে বাংলাদেশের প্রাচীণ ঐতিহ্য সুউচ্চ বিশাল আকৃতির “মঠ”।
  • জরাজীর্ন জমিদার বাড়ী, রামনারায়নপুর ইউনিয়ন পরিষদ, চাটখিল
  • মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ,

কোম্পানিগঞ্জ উপজেলার দর্শনীয় স্থান

  • মুছাপুর ক্লোজার
  • মুছাপুর ছোট ফেনী নদী
  • মুছাপুর ফরেষ্ট
  • মুছাপুর ফরেষ্ট লেক
  • শাহাজাদপুর-সুন্দলপুর গ্যাস ক্ষেত্র

কবিরহাট উপজেলার দর্শনীয় স্থান

  • এক গম্বুজ জামে মসজিদ
  • ঐতিহাসিক খেরীর দিঘী
  • তাকিয়া মসজিদ
  • ধানসিঁড়ি স্টীল ব্রীজ
  • রমজান মিয়া জামে মসজিদ
  • লেদু কোম্পানীর জামে মসজিদ

সুবর্ণচর উপজেলার দর্শনীয় স্থান

গুগোল নিউজে আমাদের ফলো করুন
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

হাতিয়া উপজেলার দর্শনীয় স্থান

  • নিঝুম দ্বীপ
  • কাজির বাজার।
  • কমলার দিঘী।
  • রহমত বাজার সি-বীচ
  • তমরুদ্দি পাথর ঘাট।
  • সূর্যমূখী সি বীচ।
  • দ্বীপ উন্নয়ন সংস্থা পার্ক
  • সর্ণদ্বীপ সেনানিবাস।
  • আলাদি গ্রাম।
  • টাংকির ঘাট।
  • ভাসানচর
  • দমার চর
  • কাটাখালী ম্যানগ্রোভ
  • কাটাখালী খাল
  • আমতলী ফরেষ্ট এরিয়া, জাহাজমারা
  • মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনা
  • মোক্তারিয়া ঘাট
  • নিমতলী সমুদ্র সৈকত, জাহাজমারা
  • দানারদোল সি-বীচ
  • নলচিরা ঘাট
  • বাংলা বাজার, চরঈশ্বর
  • সেলিম মার্কেট, বুড়িরচর
  • কালিরচর সি-বিচ
  • কাদেরিয়া সুইচ
  • চরচেংগা সী-বিচলালচর সমুদ্র সৈকত,বুড়িরচর
  • কমলার দীঘি
  • পাইতাং বাজার

Leave a Comment