এক নজরে নরসিংদী জেলার দর্শনীয় স্থান সমূহ | নরসিংদী ভ্রমণ গাইড

নরসিংদী ভ্রমণ গাইড

কিংবদন্তি এবং ঐতিহাসিক তথ্যাবলি থেকে অনুমান করা হয় যে, নরসিংদী জেলার অধিকাংশ অঞ্চল প্রাচীন সুবর্ণবীথি রাজ্যের অন্তর্গত ছিল। রাজা নরসিংহের নামে নরসিংদীর নামকরণ করা হয়। ১৯৭৭ খ্রিষ্টাব্দে নরসিংদীকে মহকুমায় এবং ১৯৮৪ খ্রিষ্টাব্দে জেলায় উন্নীত করা হয়।

এক নজরে নরসিংদী জেলার দর্শনীয় স্থান সমূহ

নরসিংদী সদর উপজেলার দর্শনীয় স্থান

  • বালাপুর জমিদার বাড়ি
  • মাধবদী গুপ্তরায় জমিদার বাড়ি
  • ভাই গিরিশচন্দ্রসেনের বাড়ি
  • চরাঞ্চলের মেঘনা বাধ
  • নরসিংদী সরকারি কলেজ
  • সাটির পাড়া কালী কুমার উচ্চ বিদ্যালয়
  • আড়িয়াল খাঁ দ্বিতীয় রেলসেতু
  • সদর উপজেলা মডেল মসজিদ
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পৌর পার্ক
  • বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা পৌর উদ্যান
  • সুইসগেইট মেঘনা বাধ
  • ৬ নং ব্রিজ, শীলমান্দি ইউনিয়ন
  • আরশিনগর মিনি পার্ক
  • কালীবাড়ী মন্দির, চিনিশপুর, নরসিংদী সদর
  • ড্রিম হলিডে পার্ক
  • নরসিংদী সরকারী কলেজ,
  • মেঘনা নদীর পাড়

পলাশ উপজেলার দর্শনীয় স্থান

  • লক্ষণ সাহার জমিদার বাড়ি
  • আর আর রুবেল মোল্লার বাড়ি
  • মনু মিয়ার জমিদার বাড়ি (ঘোড়াশাল জমিদার বাড়ি)
  • ডাংগা জমিদার বাড়ি
  • পারুলিয়া দরগা মসজিদ

শিবপুর উপজেলার দর্শনীয় স্থান

  • চিনাদী বিল
  • লটকন বাগান
  • লাখপুর জমিদারবাড়ী
  • সোনাইমুড়ি টেক
  • আশ্রাফপুর গায়েভী জামে মসজিদ
  • শহীদ আসাদের সমাধিস্থল
  • জমিদার মোহনী মোহন সাহার বাড়ী
  • ধুপিরটেক বৌদ্ধ পদ্ম মন্দির
  • জানখারটেক পুরাকীর্তি
  • কুমরাদী শাহ মনসুরের মসজিদ ও দরগাহ
  • আনন্দ ভবন

বেলাবো উপজেলার দর্শনীয় স্থান

  • উয়ারী-বটেশ্বর
  • দৃষ্টিনন্দন বেলাবো বাজার কেন্দ্রীয় জামে মসজিদ।
  • শাহ ইরানি (রহঃ) মাজার শরীফ।
  • ইব্রাহিমপুর বধ্যভূমি – সল্লাবাদ
  • নিলক্ষীয়া স্টিল ব্রিজ-নিলক্ষীয়া। বেলাবো উপজেলা গেইট সংলগ্ন অবকাশ পয়েন্ট
গুগোল নিউজে আমাদের ফলো করুন
গুগোল নিউজে আমাদের ফলো করুন

মনোহরদী উপজেলার দর্শনীয় স্থান

  • ধরাবান্দা শাহ চন্দন আউলিয়ার মাজার
  • তারাকান্দি অলি ফকিরের মাজার
  • তারাকান্দি আজম আলী ফকিরের মাজার
  • লেবুতলা শাহক্বারি মোঃ হেলাল উদ্দিনের মাজার
  • লেবুতলা হযরত মাওলানা শাহ মোঃ সামসুল হক চিসতীর মাজার
  • চালাকচর চরপাড়া (চালাকচর বাসষ্ট্যান্ড সংলগ্ন) মোজাফফর পাগলার মাজার
  • চালাকচর হাফিজ মুন্সির মাজার
  • দরগা মাজার
  • ডোমনমারা অতুলমুন্সির মাজার
  • ডোমনমারা সুরহা পাগলার মাজার
  • মনতলা হোসেন উদ্দিন এর মাজার
  • আফছার উদ্দিন পাগলার মাজার
  • চরআহম্পদপুর পুলিশের মাজার
  • চরআহম্পদপুর খনকা শরীফ
  • পীরপুর চান মিয়ার মাজার
  • ডোমনমারা শফর আলী ফকিরের মাজার
  • রামপুরের বানর

রায়পুরা উপজেলার দর্শনীয় স্থান

  • আমিরগঞ্জ জমিদার বাড়ি
  • পান্থশালা (ফেরীঘাট)
  • বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি জাদুঘর, রামনগর
  • কবি শামসুর রাহমানের বাড়ি (পাড়াতলী)
  • আটকান্দি (নীলকুটি মসজিদ)
  • ওয়ান্ডার পার্ক (মরজাল)
  • নীলকুঠী মাহমূদাবাদ
  • বালুয়াকান্দি কবরস্থান
  • কান্দাপাড়া নদীর পাড়
  • আমাদের চরাঞ্চল
  • নির্জন গার্ডেন শান্তিপুর, মির্জাচর

Leave a Comment