এক নজরে চাঁপাইনবাবগঞ্জ জেলার দর্শনীয় স্থান সমূহ | চাঁপাইনবাবগঞ্জ ভ্রমণ গাইড

চাঁপাইনবাবগঞ্জ ভ্রমণ গাইড

বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল চাঁপাইনবাবগঞ্জ জেলা। রাজশাহী বিভাগের অন্তর্গত এই জেলাটিকে কখনো নবাবগঞ্জ এবং চাঁপাই নামেও ডাকা হয়। ভারত উপমহাদেশ বিভাগের আগে এটি মালদহ জেলার একটি অংশ ছিল। ১৯৪৭ সালে এটি মালদহ থেকে আলাদা হয়ে পূর্ব পাকিস্থানে অন্তর্ভুক্ত হয় এবং রাজশাহী জেলার একটি মহাকুমা হিসেবে গন্য হয়। ১৯৮৪ সালে একটি একক জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। অনেকে চাঁপাইনবাবগঞ্জ কে ‘আমের শহর’ বা ‘আমের দেশ’ বলেও জানে। এই জেলায় বাংলাদেশের মোট উৎপাদিত আমের একটি বড় অংশ উৎপাদিত হয় যার ফলে একে ‘Capital of Mango’বলা হয় এবং উৎপাদিত এই আমগুলো হয়ে থাকে খুবই সুস্বাদু যার কারনে একে ‘City Of Mango’ বা ‘আমের শহর’ বলা হয়।

এক নজরে চাঁপাইনবাবগঞ্জ জেলার দর্শনীয় স্থান সমূহ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দর্শনীয় স্থান

  • বাবুডাইং, ঝিলিম ইউনিয়ন
  • চাঁপাই জামে মসজিদ, গোবরাতলা ইউনিয়ন
  • হজরত শাহ ঈমাম বক্স খলিফার মাজার, বারঘরিয়া ইউনিয়ন
  • লাহারপুর তাঁতীপাড়া, লাহারপুর
  • হযরত বুলন্দ শাহ মাজার, ঝিলিম ইউনিয়ন
  • হর্টি কালচার
  • সেরিকালচার
  • শেখ হাসিনা সেতু
  • দক্ষিণ শহর পার্ক
  • বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু
  • কালেক্টরেট শিশু পার্ক
  • মহানন্দা নদীর পাড়

গোমস্তাপুর উপজেলার দর্শনীয় স্থান

  • নওদা বুরুজ (ষাঁড়বুরুজ), রহনপুর
  • এক গম্বুজ বিশিষ্ট পর্যবেক্ষণ কেন্দ্র,
  • শাহাপুর গড়
  • সদা বাবার মাজার
  • রহনপুর শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবর,
  • রহনপুর রেলস্টেশন এলাকার বিজিবি ক্যাম্পের
    পশ্চিম পাশে অবস্থিত
  • রহনপুর অষ্টভূজি ইমারত / রহনপুর অষ্টভুজী সমাধিসৌধ, রহনপুর
  • রহনপুর রেলওয়ে ব্রিজ
  • চৌডালা ব্রিজ

নাচোল উপজেলার দর্শনীয় স্থান

  • রাজবাড়ী – আঝইর গ্রাম;
  • স্বপ্নপল্লী – জংলা দোগাছী নাচোল;
  • রূপসী বাংলা পার্ক, নাচোল;
  • গ্রিনল্যান্ড পার্ক, কন্যানগর,নাচোল;
  • ৫০০ বছরের পুরনো তেতুল গাছ, শুড়লা
  • ইলা মিত্রের মঠ, কেন্দুয়া
  • উজির শাহের দরগাহ, উজিরপুর
গুগোল নিউজে আমাদের ফলো করুন
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ভোলাহাট উপজেলার দর্শনীয় স্থান

  • মহানন্দা নদী
  • রেশম বোর্ড
  • আম ফাউনডেশন
  • তাল পট্টি
  • কাজী জালাল সাহেবের তিন শত বিঘা জমির উপর আম বাগান।
  • ভাতিয়া বিল (দেশের দ্বিতীয় বৃহত্তম বিল)
  • জামবাড়িয়া ইউনিয়নের ছোট জামবাড়িয়ায় অবস্থিত ঐতিহাসিক প্রাচীন মসজিদ।
  • “তালপল্লী” পর্যটনকেন্দ্র
  • নয়নাভিরাম বজরাটেক ঘাট
  • মুজিবনগর আবাসন
  • টাঙ্গন (মহানন্দা ও টাঙ্গন নদীর মোহনা)

শিবগঞ্জ উপজেলার দর্শনীয় স্থান

  • ছোট সোনামসজিদ, শাহবাজপুর ইউনিয়ন, শিবগঞ্জ
  • বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি, শাহবাজপুর ইউনিয়ন, শিবগঞ্জ
  • দারসবাড়ী মসজিদ, শাহবাজপুর ইউনিয়ন, শিবগঞ্জ
  • খঞ্জনদীঘির মসজিদ, শাহবাজপুর ইউনিয়ন, শিবগঞ্জ
  • চামচিকা মসজিদ, শাহবাজপুর ইউনিয়ন, শিবগঞ্জ
  • তিন গম্বুজ মসজিদ, তাহখানা, শাহবাজপুর ইউনিয়ন, শিবগঞ্জ
  • তাহখানা কমপ্লেক্স, শাহবাজপুর ইউনিয়ন, শিবগঞ্জ
  • শাহ্ নেয়ামতউল্লাহ (রহঃ)-এর মাজার, শাহবাজপুর ইউনিয়ন, শিবগঞ্জ
  • ধনিয়াচক মসজিদ
  • কোতোয়ালী দরওয়াজা, শাহবাজপুর ইউনিয়ন, শিবগঞ্জ
  • বালিয়াদীঘি, শাহবাজপুর ইউনিয়ন, শিবগঞ্জ
  • দাফেউল বালা, শাহবাজপুর ইউনিয়ন, শিবগঞ্জ
  • কানসাটের জমিদার বাড়ি
  • গোড়
  • মনাকষা চৌধুরী বাড়ি
  • কানসাট রাজবাড়ী / কানসাটের জমিদার বাড়ী, কানসাট
  • তরতীপুর (তকতীপুর), শিবগঞ্জ

Leave a Comment