বিছানাকান্দি

বিছানাকান্দি : ভারতের সীমান্তঘেঁষা সিলেটের গোয়াইনঘাট উপজেলা। সীমান্তবর্তী এ জনপদে প্রকৃতি তার সৌন্দর্য মেলে ধরেছে উদার হয়ে। সম্প্রতি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে এ অঞ্চলের বিছনাকান্দি। অপ্সরীর সাজানো পাথর বিছানা আর অগভীর স্বচ্ছ জলে যে কেউ নাও ছাড়িয়ে গা ভাসিয়ে প্রকৃতির কোলে চড়তে পারেন। এখনও আড়ালেই রয়ে গেছে পাহাড়-পাথর-জলে বন্দী অপ্সরী বিছনাকান্দি। নামটা যেমন অদ্ভুত, জায়গাটা তেমনই অপরূপ সৌন্দর্যে ভরা।

বিছানাকান্দিবিছানাকান্দি :

‘বিছনাকান্দি’ শব্দের অর্থ পাথরের আঁটি বা গুচ্ছবদ্ধ পাথর। এই পাথর রাজ্যে ধীরে ধীরে বাড়ছে পর্যটক। জায়গাটির এখানে-ওখানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পাথর আর পাথর। দেখলে মনে হয়, কেউ হয়তো বিছিয়ে রেখেছে পাথরের বিছানা। এই পাথরের গা ছুঁয়ে জলরাশি ছুটে চলেছে পিয়াইন নদীতে। অনেক কষ্ট করে বিছনাকান্দিতে পৌঁছানোর পর এর স্বর্গীয় সৌন্দর্য দেখে নিমিষে পথের ক্লান্তি দূর হয়ে যায়। সুদূরের চেরাপুঞ্জি আর কাছের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার পানি ও পাথুরে বিছানাতে পা ফেলে পর্যটকরা বিস্মিত হয়ে যান। বছরের পর বছর এখানে পাথর জমে প্রস্তরময় আকারে সবুজের কোল আর লাল পাহাড় গড়ে উঠেছে। যা মুহূর্তেই কারোর মন কেড়ে নেবে। শুকনো মৌসুমে বিছানাকান্দির আসল সৌন্দর্য ধরা পড়ে না। বর্ষাকালেই এই অঞ্চলটি মোহনীয় রূপে নিজেকে মেলে ধরে।

বিছানাকান্দি
বিছনাকান্দির ওপারে ভারত অংশে উঁচু-নিচু পাহাড়ের সারি। গাঁঢ় সবুজ পাহাড়গুলি যেন দাঁড়িয়ে প্রকৃতির এই বিস্ময়কর রূপ দেখে। নজরকাড়া এ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন যাতায়াতের সমস্যাকে জয় করেই সেখানে ভিড় জমাচ্ছেন শত শত পর্যটক। দীর্ঘদিন বিছনাকান্দির পরিচিতি ছিল শুধু পাথর-কোয়ারি হিসেবে। যোগাযোগ ব্যবস্থার কিছুটা উন্নতি হতেই বিছানাকান্দি পর্যটকের প্রিয় জায়গা হিসেবে পরিচিতি পাচ্ছে।

বিছানাকান্দি

যাতায়াত এবং থাকা
যে কোন জেলা হতে সিলেট এসে জাফলংগামী বাসে চড়ে বসুন, নেমে পড়ুন সারীঘাট। সেখান হতে টেম্পু করে গোয়াইনঘাট হয়ে বিছানাকান্দি। আপনি সারীঘাট হতে সরাসরি অটোরিকশা করেও চলে আসতে পারেন। সবচেয়ে ভালো সিলেট নগরীর আম্বরখানা পয়েন্ট থেকে অটোরিকশা করে চলে আসা। এখানে বিমানবন্দর রোডের দিকে সিএনজি স্টেশন আছে। সিএনজি হাদারঘাট নামক জায়গা পর্যন্ত রিজার্ভ করে গেলে ভাল হয়। পাঁচজন মিলে ৪০০টাকায় সাধারণত ভাড়া নেওয়া হয়। তবে মানুষ কম থাকলে ৮০টাকা জনপ্রতিও যাওয়া যায়।

বিছানাকান্দি
সিলেট শহরে টুরিস্টদের থাকার জন্য অনেক হোটেল রয়েছে। ৩০০টাকা থেকে শুরু করে ৩০০০টাকা পর্যন্ত রুম ভাড়া পাওয় যায়।

Leave a Comment