এক নজরে সিরাজগঞ্জ জেলার দর্শনীয় স্থান সমূহ | সিরাজগঞ্জ ভ্রমণ গাইড

সিরাজগঞ্জ ভ্রমণ গাইড

সিরাজগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। তাঁতশিল্প এ জেলাকে বিশ্বের দরবারে পরিচিত করেছে। বঙ্গবন্ধু যমুনা সেতু এবং সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের অপূর্ব সৌন্দর্য এ জেলাকে পর্যটনসমৃদ্ধ জেলার খ্যাতি এনে দিয়েছে।

এক নজরে সিরাজগঞ্জ জেলার দর্শনীয় স্থান সমূহ

সিরাজগঞ্জ সদর উপজেলার দর্শনীয় স্থান

  • বঙ্গবন্ধু সেতু ইকো পার্ক
  • শেখ রাসেল পৌর শিশু পার্ক, জেলখানা ঘাট
  • বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতু
  • হার্ডপয়েন্ট
  • ইলিয়ট ব্রিজ (লোহার ব্রিজ বা বড় পুল), সিরাজগঞ্জ শহরের এসএস রোড
  • মাওলা ভাসানীর বাড়ি – ধানগড়া (জেলা প্রশাসকের কার্যালয় হতে প্রায় ২ কি. মি. উত্তর পশ্চিম প্রান্তে)
  • ক্লোজার
  • সিরাজগঞ্জ শহর রক্ষা বাধ, সিরাজগঞ্জ শহর থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তরে অবস্থিত
  • সিরাজগঞ্জ ক্রসবার – ১,২,৩,৪
  • জেলখানা ঘাট – সিরাজগঞ্জ শহর থেকে কাছে
  • প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর বাড়ি, সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় হতে প্রায় ৫০০ গজ উত্তরে।
  • প্রখ্যাত গণিতবিদ শ্রী যাদব চক্রবর্তীর আদি বাসভবন, ধানবান্ধি। (জেলা প্রশাসকের কার্যালয় হতে প্রায় ১ কি. মি পূর্ব প্রান্তে যমুনা নদী সংলগ্ন। তার মহা প্রয়ানের পর তার বাসভবন সংলগ্ন জমিতে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। উল্লেখ্য মুল বাসভবন এবং শ্রী যাদব চক্রবর্তীর ব্যবহার্য স্মৃতি চিহ্ন সমূহ নিয়মিতভাবে সংরক্ষন করা হচ্ছে।)
  • মুক্তির সোপান, সিরজগঞ্জ বাজার রেলওয়ে ষ্টেশন সংলগ্ন

বেলকুচি উপজেলার দর্শনীয় স্থান

  • বঙ্গবন্ধু স্কয়ার।
  • কবি রজনী কান্ত সেন এবং বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী নায়িকা সূচিত্রা সেনের জন্ম স্থান সেন ভাঙ্গাবাড়ী গ্রাম।
  • হুড়াসাগর নদী
  • আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ, বেলকুচি
  • ইকো পার্ক, সিরাজগঞ্জ সদর উপজেলার দক্ষিনে, বেলকুচি উপজেলার উত্তরে এবং বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে অবস্থিত।

কামারখন্দ উপজেলার দর্শনীয় স্থান

  • সুফি সাধক শাহ কামাল (রহঃ)-এর মাজার শরীফ
  • জামতৈল রেল ষ্টেশন
  • গনিত সম্রাট যাদব চক্রবর্তীর বাড়ি – ঝাঐল ইউনিয়ন, কামারখন্দ

চৌহালি উপজেলার দর্শনীয় স্থান

  • শাহ সুফী হযরত ইউনুস আলী এনাযেতপুরীর সমাধি, (খাজা এনায়েতপুরী মাজার ও দরবার শরীফ) সদিয়া চাঁদপুর ইউনিয়ন
  • খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, এনায়েতপুর
  • যমুনা নদী ও নদীর পাড়।
  • নদী রক্ষা বাঁধ / এনায়েতপুর বেড়িবাঁধ
  • এনায়েতপুর ঐতিহ্যবাহী কাপরের হাট

কাজীপুর উপজেলার দর্শনীয় স্থান

  • বরইতলা স্মৃতিসৌধ, বরইতলা, বরইতলা, ইউনিয়ন
  • মেঘাই পর্যটন কেন্দ্র, মেঘাই, কাজিপুর
  • মেঘাই ঘাঁট
  • শহীদ এম. মনসুর আলী ইকো পার্ক, ঢেকুরিয়া বাজারের পূর্বপার্শ্বে অবস্থিত
  • কাজিপুর বেরিবাধ
  • কিছুক্ষণ পার্ক, গজারিয়া

রায়গঞ্জ উপজেলার দর্শনীয় স্থান

  • আটঘরিয়া জমিদার বাড়ী, ধানগড়া, রায়গঞ্জ
  • জয়সাগর দিঘী, নিমগাছি, রায়গঞ্জ
  • ধুবিল কাটার মহল জমিদার বাড়ী, ধুবিল, রায়গঞ্জ
  • মকিমপুর জমিদার বাড়ীর মন্দির, ধানগড়া, রায়গঞ্জ
  • সান্যাল জমিদার বাড়ীর শিব দুর্গা মন্দির, ধানগড়া, রায়গঞ্জ
  • চলন বিল
  • ৪০০ বছরের পুরাতন বটগাছ, ভূয়াগাতি
  • ভোলা দেওয়ানের মাজার, নিমগাছি
  • নয়াপুকুর
  • উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ (হেলিপ্যাড)
  • বুরুজ জমিদার বাড়ি, ক্ষীরতলা, ধামাইনগর
  • বিরাট রাজার রাজমহল ও মন্দিরের ধ্বংসাবশেষ, খিরতলা, ধামাইনগর ইউনিয়ন

শাহজাদপুর উপজেলার দর্শনীয় স্থান

  • মখদুম শাহের মাজার / হযরত মখদুম শাহদৌলা (রহঃ) এর মাজার
  • শাহ মখদুম মসজিদ, দরগাহ পাড়া, শাহজাদপুর
  • হযরত শাহ হাবিবুল্লাহ (র.) এর মাজার
  • রবীন্দ্র কাছারি বাড়ি / রবী ঠাকুরের কুটিবাড়ী, শাহজাদপুর বাজার সংলগ্ন
  • মিল্কভিটা, বাঘাবাড়ি
  • বাঘাবাড়ি নদী বন্দর
  • চয়ড়া হুড়াসাগর নদী
  • বড়াল নদী
  • রবীন্দ্র বিশ্ববিদ্যালয় – শাহজাদপুর
  • রাউতারা জমিদার বাড়ি, পোতাজিয়া ইউনিয়নের বড়াল নদীর তীরে
  • শাহজাদপুর ঐতিহ্যবাহী কাপড়ের হাট
  • বারাবিল
  • ছয়আনি পাড়া দুই গম্বুজ মসজিদ
গুগোল নিউজে আমাদের ফলো করুন
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

তাড়াশ উপজেলার দর্শনীয় স্থান

  • চলনবিল, তাড়াশ
  • ভাগনের মসজিদ (নবগ্রাম, ১৪৫৪)
  • শাহী মসজিদ (নবগ্রাম, ১৫২৬)
  • বারুহাসের গদাই সরকার মসজিদ
  • তাড়াশের সান্দুরিয়া জামে মসজিদ, বারুহাস মসজিদ (১৩২০)
  • তাড়াশের ইসলামপুর জামে মসজিদ (১৮০২)
  • শাহ ইমাম (র.) এর ইমাম বাড়ি, বারুহাস
  • নওগাঁ শাহ শরীফ জিন্দানী (রাঃ) মাজার
  • বারুহাস জমিদার বাড়ি, বারুহাস
  • বেহুলার বাড়ি, জীয়নকূপ এবং ঐতিহাসিক শিবমন্দির, বিনসাড়া
  • বেহুলার কূপ, বিনসাড়া গ্রাম, বারুহাস ইউনিয়ন
  • তাড়াশ শিব মন্দির।
  • নকুলেশ্বর শিবমন্দি – তাড়াশ বাজার সংলগ্ন

 

উল্লাপাড়া উপজেলার দর্শনীয় স্থান

  • মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ-এর বাড়ি, তারুটিয়া গ্রাম
  • নবরত্ন মন্দির – হাটিকুমরুল
  • উল্লাপাড়া থেকে সলোপ যাওয়ার রাস্তা
  • কাশেম বিল
  • রিয়া রুপন শিশু পার্ক
  • পনের শতকের প্রাচীণ মাক্কাউলিয়া মসজিদ, দারোগাপাড়া
  • হযরত বাগদাদী র. মাজার, গয়হাট্টা
  • আঙ্গারু পাঁচ পীরের মাজার, আঙ্গারু
  • চৌদ্দ শতকের নবরত্ন মন্দির, হাটিকুমরুল
  • উপজেলার সলপ ইউনিয়নে রয়েছে হিন্দু জমিদার বাড়ি ও পুকুর।
  • শাহ্ সুফি সাহান শাহ্ বাগদাদী রহমতুল্লহ্’র মাজার শরীফ পূর্বদেলুয়া, উল্লাপাড়া
  • গোবিন্দ মন্দির, তাড়াশ বাজার
  • রোমান ক্যাথলিক গির্জা, গুল্টা, তাড়াশ
  • বট বৃক্ষ, বস্তুল, বারুহাস ইউনিয়ন

 

Leave a Comment